নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: নিউজ ব্যুরো :: বুধবার ১৩,আগস্ট :: ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভালের পর এবার রাশিয়া সফরে যাচ্ছেন বিদেশমন্ত্রী এস জয়শংকর । তাঁর সফরের বিষয়টি নিশ্চিত হয়েছে।
ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস. জয়শঙ্কর এ বছর আগস্টে মস্কো যাচ্ছেন। চলতি মাসের ২০-২১ তারিখে তিনি রুশ পররাষ্ট্রমন্ত্রী সার্গেই ল্যাভরভ এর সঙ্গে বৈঠকের জন্য সেখানে উপস্থিত থাকবেন ।
এই সফর হচ্ছে উচ্চ পর্যায়ের কূটনৈতিক পদক্ষেপ। সম্প্রতি মার্কিন যুক্তরাষ্ট্র ভারতে রাশিয়া থেকে তেল আমদানি বন্ধের দাবি জানিয়ে ২৫ % শুল্ক আরোপ করেছে, যা বর্তমানে দুটি পর্যায়ে ৫০ %-এ পৌঁছেছে ।
সেই পরিস্থিতিতে জয়শঙ্কর তাঁর মস্কো সফরকে একটি বার্তাস্বরূপ হিসেবে ব্যবহার করছেন—ইন্দো-রাশিয়া সম্পর্ককে দৃঢ়ভাবে এগিয়ে নেওয়ার উদ্দেশ্যে।
বৈঠকে দুই দেশের মধ্যে চলমান বিশেষ ও প্রাধান্যপ্রাপ্ত কৌশলগত অংশীদারিত্ব, জ্বালানি, নিরাপত্তা, প্রতিরক্ষা শিল্প ও উচ্চ প্রযুক্তি খাত নিয়ে আলোচনা হতে পারে । এছাড়া, পরবর্তী বছরের পুতিনের ভারত সফরের এজেন্ডা নির্ধারণের ব্যাপারেও আলোচনার সম্ভাবনা রয়েছে ।

