নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: নিউজ ব্যুরো :: বুধবার ১৩,আগস্ট :: ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভালের পর এবার রাশিয়া সফরে যাচ্ছেন বিদেশমন্ত্রী এস জয়শংকর । তাঁর সফরের বিষয়টি নিশ্চিত হয়েছে।
ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস. জয়শঙ্কর এ বছর আগস্টে মস্কো যাচ্ছেন। চলতি মাসের ২০-২১ তারিখে তিনি রুশ পররাষ্ট্রমন্ত্রী সার্গেই ল্যাভরভ এর সঙ্গে বৈঠকের জন্য সেখানে উপস্থিত থাকবেন ।এই সফর হচ্ছে উচ্চ পর্যায়ের কূটনৈতিক পদক্ষেপ। সম্প্রতি মার্কিন যুক্তরাষ্ট্র ভারতে রাশিয়া থেকে তেল আমদানি বন্ধের দাবি জানিয়ে ২৫ % শুল্ক আরোপ করেছে, যা বর্তমানে দুটি পর্যায়ে ৫০ %-এ পৌঁছেছে ।
সেই পরিস্থিতিতে জয়শঙ্কর তাঁর মস্কো সফরকে একটি বার্তাস্বরূপ হিসেবে ব্যবহার করছেন—ইন্দো-রাশিয়া সম্পর্ককে দৃঢ়ভাবে এগিয়ে নেওয়ার উদ্দেশ্যে।
বৈঠকে দুই দেশের মধ্যে চলমান বিশেষ ও প্রাধান্যপ্রাপ্ত কৌশলগত অংশীদারিত্ব, জ্বালানি, নিরাপত্তা, প্রতিরক্ষা শিল্প ও উচ্চ প্রযুক্তি খাত নিয়ে আলোচনা হতে পারে । এছাড়া, পরবর্তী বছরের পুতিনের ভারত সফরের এজেন্ডা নির্ধারণের ব্যাপারেও আলোচনার সম্ভাবনা রয়েছে ।