সুদেষ্ণা মন্ডল :: সংবাদ প্রবাহ :: ডায়মন্ডহারবার :: বৃহস্পতিবার ১৪,আগস্ট :: বিভিন্ন সময়ে বিভিন্ন স্কুলের সামনে রোডসাইড রোমিওদের আনাগোনা লাগাতার বেড়ে যাচ্ছিল। স্কুলে যাওয়া এবং ফেরার পথে ছাত্রীদেরকে নানান কটুক্তির শিকার হতে হতো। ডায়মন্ড হারবার পুলিশ জেলার পক্ষ থেকে অ্যান্টি ইভটিজিং ড্রাইভ চালু করা হয়।
ডায়মন্ড হারবার পুলিশ জেলার বিষ্ণুপুর থানার অন্তর্গত বেশ কিছু স্কুলকে চিহ্নিত করে এই অভিযান চালানো হয় আর সেই অভিযানে মিলল সাফল্য।
অ্যান্টি ইভটিজিং ড্রাইভ চালিয়ে বিষ্ণুপুর থানার পুলিশ বিষ্ণুপুরের বিভিন্ন স্কুলের সামনে থেকে ১৮ জন রোড সাইড রোমিওদের গ্রেফতার করে। ১৮ জনের মধ্যে বেশ কয়েকজন রয়েছে নাবালক।
এ বিষয়ে সাংবাদিক সম্মেলন করে ডায়মন্ড হারবার পুলিশ জেলার অতিরিক্ত পুলিশ সুপার মিতুন কুমার দে জানান,ডায়মন্ড হারবার পুলিশদের জুড়ে অ্যান্টি ইভটিজিং ড্রাইভ আমরা শুরু করেছি, আর তার ফল স্বরূপ বিষ্ণুপুর থানা এলাকা থেকে বেশ কয়েকজনকে আমরা গ্রেপ্তার করেছি। ১৮ জনকে আমরা গ্রেপ্তার করেছি।
অভিযুক্তদের থানায় নিয়ে আসার পর তাদের অভিভাবকদের ডাকা হয়েছে এবং অভিভাবকদের বোঝানোর পাশাপাশি অভিযুক্তদেরকেও আমরা পুলিশের পক্ষ থেকে কাউন্সিলিং করেছি। ডায়মন্ডহারবার পুলিস জেলার অন্তর্ভুক্ত একাধিক স্কুলগুলিকে আমরা চিহ্নিত করেছি।
যে সকল স্কুলগুলিতে রোডসাইড রোমিওদের আনাগোনা বেশি রয়েছে সেই জায়গাগুলিতে আমাদের পুলিশ প্রশাসনের পক্ষ থেকে বেশি করে নজরদারি বাড়ানো হয়েছে। আগামী দিনে ডায়মন্ড হারবার পুলিশ জেলার বিভিন্ন স্কুলগুলিকে ইভটিজিং মুক্ত করার জন্য আমরা বদ্ধপরিকর ।