নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: নদীয়া :: বৃহস্পতিবার ১৪,আগস্ট :: আড়াই কোটি টাকার চুল সহ মিনি ট্রাক হাইজ্যাকের ঘটনায় সাফল্য পেল নাকাশিপাড়া থানার পুলিশ। কোটি টাকার চুল ও ভাঙা মোবাইল বোঝাই ট্রাক উদ্ধারের পাশাপাশি ঘটনায় জড়িত আরো দুজনকে গ্রেফতার করেছে পুলিশ।
ধৃতেরা হলো মো: রনি শেখ ও মো: কামালউদ্দিন শেখ তাদের বাড়ি মুর্শিদাবাদের বেলডাঙা। উল্লেখ্য ধুবুলিয়া এলাকায় পুলিশ পরিচয় দিয়ে একটি চুল ও মোবাইল বোঝাই মিনি ট্রাক হাইজ্যাক করে দুষ্কৃতীরা।
এরপর গাড়িটিকে নাকাশিপাড়ার ভোলাডাঙায় নিয়ে গিয়ে কিছু চুল খালি করা হয়। সেখানে থেকে ধুবুলিয়ার টিবি হাসপাতালের পরিত্যক্ত জায়গায় গাড়িটিকে লুকিয়ে রাখা হয়।
এই কাজে তাদের সাহায্য করে ধুবুলিয়া থানার সিভিক ভলান্টিয়ার মোশারফ হালসোনা। তদন্ত শুরু করে প্রথমেই যে ইঞ্জিন ভ্যানে চাপিয়ে পাঁচটি বস্তা নিয়ে যাওয়া হয়েছিল সেই ইঞ্জিন ভ্যানের চালক তথা মালিক ছয়রুদ্দিনকে আটক করে জিজ্ঞাসাবাদ করে হাসিবুল সেখ ও মোশারফ হালসোনাকে গ্রেফতার করা হয়।
তাদের জেরা করে মো: রনি শেখ ও মো: কামালউদ্দিন শেখকে গ্রেফতার করে পুলিশ। এই পাঁচ জনকে জিজ্ঞাসাবাদ করে ২৯ বস্তা চুল ও ১৭ বস্তা ভাঙা মোবাইল ও মিনি ট্রাক উদ্ধার হয়। এই ঘটনায় আর কেউ জড়িত আছে কি না তা খতিয়ে দেখছে পুলিশ।