নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: কলকাতা :: বৃহস্পতিবার ১৪,আগস্ট :: বিচারপতি সূর্যকান্ত ও বিচারপতি জয়মাল্য বাগচির বেঞ্চ অন্তর্বর্তীকালীন নির্দেশে আধার কার্ডকেও স্বীকৃত নথি হিসেবে গ্রহণ করার নির্দেশ দেন। যদিও ভোটার তালিকায় নাম তোলার প্রামাণ্য নথি হিসেবে ১১ টি নথির কথা বললেও আধার কার্ডকে স্বীকৃতি দিতে চায়নি নির্বাচন কমিশন।
তারা জানায়, আধার কার্ড পরিচিতির প্রমাণ হলেও নাগরিকত্বের নয়। প্রাথমিক ভাবে সুপ্রিম কোর্টের বিচারপতিরাও নির্বাচন কমিশনের সঙ্গে একমত হয়েছিলেন। কিন্তু বৃহস্পতিবারের শুনানির পর সুপ্রিম কোর্ট আধারকে ১২ নম্বর নথি হিসেবে গ্রহণ করতে বলেছে।বিচারপতি বাগচী এদিন বলেন, ‘আধার কার্ড স্থায়ী বসবাসের প্রমাণপত্র হিসাবে এবং পরিচয়পত্র হিসাবে আইনত স্বীকৃত। সে ক্ষেত্রে আধার কার্ড গ্রহণ করা হবে না কেন?’ শীর্ষ আদালত জানিয়েছে, কোনও রকম সমস্যা হলে পরিচয় এবং বাসস্থানের প্রমাণ হিসাবে আধার কার্ড নিয়ে নির্বাচনী আধিকারিকদের দ্বারস্থ হতে পারবেন নাগরিকেরা।
তবে এটা এখনও স্পষ্ট নয়, অন্যান্য রাজ্যেও বিশেষ নিবিড় সংশোধনী করার সময় আধার কার্ডকে নথি হিসেবে মান্যতা দেওয়া হবে কিনা। তবে নির্বাচনমুখি বিহারে আধার কার্ডকে নথি হিসেবে স্বীকৃতি দেওয়ায় বিরোধীরা অনেকটাই স্বস্তিতে।