ঢাকশিল্পের পুনর্জাগরণে ২০০৬ সালে সঞ্জীব সরকার (মাস্টার দা)-র নেতৃত্বে গঠিত হয় সাংস্কৃতিক সংগঠন ‘বাংলার সৌহার্দ্য

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: কলকাতা :: বৃহস্পতিবার ১৪,আগস্ট :: বাংলার প্রাচীন ঢাকশিল্পের পুনর্জাগরণে ২০০৬ সালে সঞ্জীব সরকার (মাস্টার দা)-র নেতৃত্বে গঠিত হয় সাংস্কৃতিক সংগঠন ‘বাংলার সৌহার্দ্য’।

প্রায় দুই দশকের প্রচেষ্টায় এটি আজ ১২ জেলায় ৩৭ হাজারের বেশি সদস্যের পরিবারে পরিণত হয়েছে। ২৬ হাজার ঢাকি পরিবারের উপর সমীক্ষা চালিয়ে সংগঠনটি কর্মসংস্থানের সুযোগ বাড়িয়ে অর্থনৈতিক সচ্ছলতা ফিরিয়ে আনছে। মার্গীয় সঙ্গীতের অভিভাবক পণ্ডিত সুভাষ সিংহ রায় ১২ হাজার ঢাকিকে প্রশিক্ষণ দিচ্ছেন।

ন্যাশনাল জার্নালিস্ট কমিশনের প্রেসিডেন্ট সুরথ চক্রবর্তী, আন্তর্জাতিক শিল্পী শর্মিষ্ঠা রায় চৌধুরী, সমাজসেবিকা যাজ্ঞসসেনী দাস ও শিক্ষানুরাগী আশুতোষ মজুমদারও এই আন্দোলনের সহযোগী হয়ে ঢাকশিল্পের বিশ্বপরিচিতি ও শিল্পীদের মর্যাদা বৃদ্ধিতে কাজ করছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

20 − 3 =