নেতাজীর জন্মভিটেতে পতাকা উত্তোলনে স্বাধীনতা দিবস উদযাপন

সুদেষ্ণা মন্ডল :: সংবাদ প্রবাহ :: সোনারপুর :: শুক্রবার ১৫,আগস্ট :: স্বাধীনতা দিবসে বিশেষ আবহ তৈরি হল নেতাজী সুভাষ চন্দ্র বসুর সুভাষগ্রামের কোদালিয়ার জন্মভিটেতে। প্রতি বছরের মতো এ বছরও দেশের তেরঙা উড়ল এই ঐতিহাসিক ঠিকানায়।

জাতীয় পতাকা উত্তোলন করেন রাজপুর সোনারপুর পুরসভার চেয়ারম্যান পল্লব কুমার দাস।স্বাধীনতা দিবসের এই দিনে নেতাজীর পৈতৃক বাড়ি সকাল থেকে বিকেল ৫টা পর্যন্ত সর্বসাধারণের জন্য খোলা রাখা হয়।

দেশের ইতিহাসের অমূল্য সাক্ষী এই বাড়ি দেখতে সকাল থেকেই ভিড় জমাতে থাকেন দর্শনার্থীরা। তারা ঘুরে দেখেন নেতাজীর ব্যবহৃত ব্যক্তিগত ঘর, আসবাবপত্র ও ঐতিহাসিক দলিলপত্র।

দেশপ্রেমের আবেগে ভরপুর এই অনুষ্ঠান কেবল একটি স্মারক উদযাপন নয়, বরং স্বাধীনতার ইতিহাস ও নেতাজীর অসামান্য অবদানের প্রতি এক গভীর শ্রদ্ধাঞ্জলি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

one × 1 =