নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: নয়াদিল্লি :: শুক্রবার ১৫,আগস্ট :: ৭৯তম স্বাধীনতা দিবসের ভাষণে দেশবাসীর জন্য এক বড় দীপাবলির উপহারের কথা ঘোষণা করেছেন। শুক্রবার দিল্লির লালকেল্লা থেকে তিনি জানান, সরকার “পরবর্তী প্রজন্মের জিএসটি সংস্কার” ব্যবস্থা আনতে চলেছে, যা সাধারণ মানুষের করের বোঝা কমাবে।
লালকেল্লায় দাঁড়িয়ে মোদি জানালেন, দ্রুত জিএসটি ব্যবস্থায় বড়সড় বদল আসতে চলেছে। বহু ক্ষেত্রে কর কাঠামোয় সরলীকরণ হবে। অনেক ক্ষেত্রেই বড়সড় করছাড় পাবে নিম্নবিত্ত ও মধ্যবিত্ত।
জিএসটির জটিলতায় যে ছোট ব্যবসায়ীদের ভুগতে হচ্ছে তাঁরাও স্বস্তি পাবেন। প্রধানমন্ত্রী জানিয়েছেন, আগামী প্রজন্মের জন্য জিএসটি কাঠামোয় বড়সড় বদলের পথে হাঁটতে চলেছে কেন্দ্র।
মোদির বক্তব্য, উন্নত ভারতবর্ষের জন্য চায় উন্নত নগরজীবন। উন্নত দেশের জন্য চায় নাগরিক স্বাচ্ছ্যন্দ। তাই সাধারণ নাগরিকদের জীবনে সরকারি হস্তক্ষেপ কমানোর জন্য গত ১ দশক ধরে সংস্কারের কাজ চলছে। করকাঠামোর সরলীকরণ হয়েছে।
আয়কর প্রদানের প্রক্রিয়া সরল করা হয়েছে। আইনি জটিলতা কমানো হয়েছে। এবার করকাঠামোয় আরও বদল দরকার। আগামী প্রজন্মের জন্য এবার জিএসটিতে বড়সড় সংস্কারের প্রয়োজন।
লালকেল্লায় প্রধানমন্ত্রী বললেন, মধ্যবিত্ত, নিম্নবিত্ত এবং ছোট ব্যবসায়ীদের উপর থেকে করের বোঝা কমাতে চায় কেন্দ্রের নরেন্দ্র মোদি সরকার।
সেই সঙ্গে সাধারণ মানুষের ব্যবহৃত বহু পণ্যে বড়সড় ছাড় দেওয়া হতে পারে। যার ফলে বহু পণ্যের দাম কমবে। এছাড়াও, ক্ষুদ্র ও মাঝারি শিল্প (MSME) গুলিও ব্যাপকভাবে উপকৃত হবে বলে প্রধানমন্ত্রী জানিয়েছেন।