৭৯ তম স্বাধীনতা দিবসের প্রাক্কালে অভয়ার ন্যায্য বিচারের দাবিতে রাজপথে জনগণ

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: হাওড়া :: শুক্রবার ১৫,আগস্ট :: বছর অতিক্রান্ত অমানবিক কঠোর যন্ত্রণায় নিজের কন্যার মৃত্যুর ন্যায্য বিচার বিচারের দাবিতে কলকাতার রাজপথে দুর্বৃত্তদের দ্বারা মার খেয়েছে অভয়ের মা ও বাবা।

তারই পরিপ্রেক্ষিতে অভয়ার মৃত্যুর ন্যায্য বিচারের দাবিতে বছরঅন্তে ৭৯ তম স্বাধীনতা দিবসের প্রাক্কালে ১৪ই আগস্ট রাতে রাজপথে জনসাধারণ অশ্রু ভরা সজল চোখে অভয়ার বিচার ছিনিয়ে নিতে ফের রাত দখল এর ডাক সাধারণ জনগণের হাওড়াতে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

five + 4 =