নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: নিউজ ডেস্ক :: শনিবার ১৬,আগস্ট :: ১৮, ২০২৫ (সোমবার) ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ওয়াশিংটনে বৈঠক করবেন বলে নিশ্চিত করেছেন ।
আলাসকা সামিটে কোন যুদ্ধবিরতি চুক্তি না হওয়ায় জেলেনস্কি সোমবার ওয়াশিংটনে ট্রাম্পের সঙ্গে সাক্ষাৎ করবেন, যেখানে “সকল খুঁটিনাটি নিয়ে আলোচনা” হবে । বলা হয়েছে, আলোচনার প্রেক্ষাপটে জেলেনস্কি সোমবার ওয়াশিংটনে যাচ্ছেন এবং ত্রিপক্ষীয় (যুক্তরাষ্ট্র–ইউক্রেন–রাশিয়া) বৈঠকের প্রস্তাব উচ্চ গুরুত্ব পাচ্ছে ।
জেলেনস্কির এই বৈঠকের মাধ্যমে তিনি যুদ্ধবিরতি ও নিরাপত্তা বিষয়ক ব্যাপক আলোচনায় অংশ নিতে চান ।
সূত্রের খবর ওয়াশিংটন ডিসিতে ট্রাম্প-জেলেনস্কির বৈঠক” হবে, এবং সেখানে যুদ্ধ শেষ করার সকল খুঁটিনাটি বিষয় আলোচনার কেন্দ্রবিন্দু হবে ।
পুতিনের সঙ্গে বৈঠক সেরে ওয়াশিংটনে ফেরার পথেই ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে ফোনে কথা বলেন ট্রাম্প। জেলেনস্কির পাশাপাশি অন্যান্য ইউরোপীয় নেতাদের সঙ্গেও কথা বলেও তিনি। এরপরই সূত্রের খবর, ট্রাম্পের সঙ্গে বৈঠকে বসবেন জেলেনস্কি ।