নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: ব্যুরো নিউজ :: শনিবার ১৬,আগস্ট :: দীর্ঘ মহাকাশযাত্রার পর অবশেষে দেশে ফিরছেন ভারতীয় মহাকাশচারী শুভাংশু শুক্লা। আন্তর্জাতিক মহাকাশ গবেষণা কেন্দ্র থেকে সফল মিশন সম্পূর্ণ করে তিনি শনিবার রাতে পৃথিবীতে অবতরণ করেন।
আগামী সপ্তাহের শুরুতেই বিশেষ বিমানে তাঁকে ভারতে আনা হবে বলে ইসরো সূত্রে জানা গেছে।
এই মিশনে শুক্লা মহাকাশে গুরুত্বপূর্ণ বৈজ্ঞানিক পরীক্ষা–নিরীক্ষা পরিচালনা করেছেন। বিশেষ করে মাইক্রো-গ্রাভিটি পরিবেশে জীববিজ্ঞান ও পদার্থবিজ্ঞানের নানা গবেষণা সম্পন্ন করেছেন তিনি। এ ছাড়া ভারতীয় প্রযুক্তিতে তৈরি কিছু বিশেষ যন্ত্রপাতির কার্যকারিতা পরীক্ষা করেও দেখেন শুক্লা।
ইসরোর বিজ্ঞানীরা জানিয়েছেন, তাঁর আনা তথ্য ও গবেষণার ফল ভবিষ্যতে ভারতের মহাকাশ অভিযানে নতুন দিগন্ত উন্মোচন করবে। দেশে ফেরার পর তাঁকে বিশেষ সম্মাননা দেওয়ার প্রস্তুতি চলছে। ভারতের মহাকাশ গবেষণার ইতিহাসে এটি আরেকটি গৌরবময় মুহূর্ত হিসেবে বিবেচিত হচ্ছে।