নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: মাথাভাঙ্গা :: শনিবার ১৬,আগস্ট :: মাথাভাঙ্গা শহরে চাঞ্চল্যকর ঘটনা। অভিযোগ, খাবারে বিষ মিশিয়ে স্বামীকে খুন করেছে এক গৃহবধূ। মৃত ব্যক্তির নাম পিন্টু ওরাও, বয়স ৪০ তিনি পূর্ত দপ্তরের কর্মী ছিলেন।
ঘটনাটি ঘটেছে মাথাভাঙ্গা শহরের পাঁচ নম্বর ওয়ার্ডে। জানা গিয়েছে, ভাড়া বাড়িতে পরিবার নিয়ে থাকতেন পিন্টু ওরাও। অভিযোগ, স্ত্রী তার প্রেমিকের সঙ্গে মিলে পরিকল্পনা করে খাবারে বিষ মিশিয়ে পিন্টুকে হত্যা করে। ঘটনার জেরে এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে।
খবর পেয়ে দ্রুত অভিযানে নামে মাথাভাঙ্গা থানার পুলিশ। অভিযুক্ত গৃহবধূকে ইতিমধ্যেই গ্রেফতার করা হয়েছে। আজ তাকে মাথাভাঙ্গা আদালতে তোলা হয়েছে।