মহামায়া ক্লাবের বড়মার পূজো তৃতীয় বর্ষের পদার্পণ করবে, চলছে মূর্তি তৈরির কাজ

সজল দাশগুপ্ত  :: সংবাদ প্রবাহ :: শিলিগুড়ি :: শনিবার ১৬,আগস্ট :: নৈহাটির বড়মার মন্দিরে দূর দূরান্ত বিভিন্ন, প্রান্ত থেকে ভক্তদের নিত্যনৈমিত্তিক জমায়েত হয়। বড় মায়ের কাছে নিজের মনের ইচ্ছা জানাতে ও ভক্তি ভরে পুজো দিতে ভক্তদের ঢল নামে।

উত্তরবঙ্গের একমাত্র শিলিগুড়িতেই শুরু হয়েছে নৈহাটির বড় মায়ের আদলে পুজো। পালপাড়ার অন্তর্গত মহামায়া ক্লাবের উদ্যোগে ও ব্যবস্থাপনায় এবছর তৃতীয় তম বর্ষে পদার্পণ করবে বড় মার পুজোর।

চলছে মূর্তি গড়ার কাজ, হাতে আরো অন্তত দুই মাস তবে উদ্যোক্তারা জানিয়েছেন যেহেতু মূর্তির উচ্চতা অনেকটাই বেশি সেই কারণে আগেভাগেই তারা মূর্তি গড়ার কাজ শুরু করে দিয়েছেন।

গত দু বছরের মতো এবছরও ঘটা করে অনুষ্ঠিত হতে চলেছে বড়মার পুজো। বিগত দু’বছর ধরে শিলিগুড়িতে বটেই আশেপাশের বিভিন্ন এলাকা উত্তরবঙ্গের বিভিন্ন প্রান্ত থেকে ভক্তরা এসেছিলেন বড়মার দর্শন করতে।উদ্যোক্তারা আরো জানিয়েছেন যে এ বছরও মহাসমারোহে অনুষ্ঠিত হচ্ছে বড়মার পুজো। চলছে মূর্তি তৈরির কাজ, পুজোকে ঘিরে বিভিন্ন অনুষ্ঠানের ও আয়োজন করা হবে।

পুজো প্রাঙ্গনে তৈরি হচ্ছে বড়মার মূর্তি। বর্ষাকাল চলছে সেই কারণে বৃষ্টির জল যাতে বাধার সৃষ্টি না করতে পারে সেই কারণে চারপাশে বেরিকেড তৈরি করা হয়েছে। শিল্পীরা যত্ন করে মূর্তি গড়ার কাজ করে চলেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

1 × three =