নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: ওড়িষ্যা :: রবিবার ১৭,আগস্ট :: ওড়িশায় এক মহিলাকে ধর্ষণের অভিযোগে এক পুরোহিতকে গ্রেপ্তার করেছে পুলিশ। স্থানীয় সূত্রে জানা গেছে, অভিযুক্ত ব্যক্তি দীর্ঘদিন ধরে এলাকার একটি মন্দিরে পুরোহিতের দায়িত্বে ছিলেন।
অভিযোগকারিণী মহিলা থানায় লিখিতভাবে জানান, পূজা দেওয়ার অজুহাতে তাঁকে মন্দির প্রাঙ্গণে ডেকে নিয়ে জোর করে ধর্ষণ করে অভিযুক্ত পুরোহিত। অভিযোগ দায়ের হতেই পুলিশ দ্রুত তদন্ত শুরু করে এবং শনিবার রাতে ওই পুরোহিতকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ জানিয়েছে, অভিযুক্তকে জিজ্ঞাসাবাদ চলছে এবং ভুক্তভোগী মহিলার মেডিক্যাল পরীক্ষা সম্পন্ন হয়েছে। প্রাথমিক তদন্তে অভিযোগের সত্যতা মিলেছে বলে ইঙ্গিত পাওয়া গেছে। ঘটনাটি প্রকাশ্যে আসতেই এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
পুলিশ কর্তৃপক্ষ জানিয়েছেন, সমস্ত প্রমাণ সংগ্রহের পর অভিযুক্তকে আদালতে পেশ করা হবে। এদিকে, স্থানীয়রা ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন এবং মন্দির কমিটির পক্ষ থেকেও অভিযুক্তের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়ার দাবি উঠেছে।