নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: নওগাঁ(অসম) :: রবিবার ১৭,আগস্ট :: অসমে জাতীয় পতাকা তিরঙ্গার অবমাননার অভিযোগে এক স্কুল শিক্ষিকাকে গ্রেফতার করেছে পুলিশ। ঘটনাটি ঘটেছে শনিবার, রাজ্যের শিবসাগর জেলায়।
অভিযোগ, স্বাধীনতা দিবসের প্রস্তুতি চলাকালীন ওই শিক্ষিকা স্কুলের ছাত্রছাত্রীদের হাতে জাতীয় পতাকা তুলে দেন, তবে পতাকার সঠিক মর্যাদা রক্ষা করা হয়নি বলে অভিযোগ ওঠে। স্থানীয় কয়েকজন অভিভাবক ও বাসিন্দা বিষয়টি নিয়ে আপত্তি জানিয়ে থানায় অভিযোগ দায়ের করেন।
প্রতীকী চিত্র
পুলিশ সূত্রে জানা গিয়েছে, ভারতীয় দণ্ডবিধির দেশপ্রেম ও জাতীয় প্রতীকের মর্যাদা সংক্রান্ত ধারায় ওই শিক্ষিকার বিরুদ্ধে মামলা রুজু হয়েছে। ইতিমধ্যে তাঁকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। শিক্ষিকা অবশ্য দাবি করেছেন, তিনি ইচ্ছাকৃতভাবে এমন কিছু করেননি, এটা ছিল নিছক অসাবধানতার ফল। তবুও স্থানীয়রা বিষয়টিকে জাতীয় মর্যাদার প্রশ্ন বলে দাবি করে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি তুলেছেন।