সজল দাশগুপ্ত :: সংবাদ প্রবাহ :: বাগডোগরা :: রবিবার ১৭,আগস্ট :: সিলিগুড়ি: উত্তরবঙ্গের প্রবেশদ্বার বাগডোগরায় পুলিশের হাতে ধরা পড়ল বিলাসবহুল গাড়িতে গাঁজা পাচারের চেষ্টার ঘটনা।
শনিবার গভীর রাতে বিশেষ সূত্রে খবর পেয়ে জাতীয় সড়কে তল্লাশি চালায় বাগডোগরা থানার পুলিশ। সেই সময় একটি দামী এসইউভি গাড়ি আটক করা হয়। গাড়ি থেকে উদ্ধার হয় প্রায় কয়েক কেজি গাঁজা।
প্রতীকী চিত্র
রবিবার দুপুরে বাগডোগরার অদূরে মুনি চা বাগানের কাছে ৩১ নম্বর জাতীয় সড়কে অভিযান চালায় পুলিশ। সেই সময় দু’টি বিলাসবহুল গাড়ি আটক করে তল্লাশি চালাতেই ৭টি প্যাকেট উদ্ধার করা হয়। প্যাকেটগুলি কাগজে মুড়িয়ে টেপ দিয়ে বেঁধে নিয়ে যাওয়া হচ্ছিল। প্রতিটি প্যাকেটে ৭ থেকে ৮ কেজি গাঁজা ছিল।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, গাঁজার চালানটি অসম থেকে এনে বিহার হয়ে উত্তরবঙ্গে পাচার করার পরিকল্পনা ছিল। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, পাচার চক্রটি বিলাসবহুল গাড়ি ব্যবহার করে পুলিশকে বিভ্রান্ত করার কৌশল নিয়েছিল।
ঘটনায় গাড়ির চালক সহ কয়েক ’জনকে আটক করেছে পুলিশ। ধৃতদের জেরা করে গোটা পাচার চক্রের সঙ্গে আর কে কে যুক্ত রয়েছে, তা জানার চেষ্টা চলছে। পুলিশ জানিয়েছে, ধৃতদের বিরুদ্ধে এনডিপিএস আইনে মামলা রুজু হয়েছে।