সুদেষ্ণা মন্ডল :: সংবাদ প্রবাহ :: বারুইপুর :: রবিবার ১৭,আগস্ট :: ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগনার বারুইপুরে। শনিবার রাত প্রায় সাড়ে বারোটা নাগাদ বারুইপুর থানার মদাররাট গ্রাম পঞ্চায়েতের টগরবেরিয়া প্রাথমিক বিদ্যালয়ের সামনে । তিন যুবকের বাইক আটকায় স্থানীয় তিন যুবক।
এত রাতে পাড়ার রাস্তায় তারা কি করছে? তা জিজ্ঞাসা করার পাশাপাশি বাইকের চাবিও খুলে নেয়। শুরু হয় বচসা। তারপরে হাতাহাতি এবং অবশেষে স্থানীয় জগা, অরূপ ও ভূত নামে তিনজন মিলে আক্রমণ করে ও বাইক আরোহী শুভঙ্কর মন্ডলকে ছুরি দিয়ে আঘাত করে বলে পুলিশকে জানায় মৃত বাইক আরোহীর দুই সঙ্গী।
শুভঙ্কর মাটিতে লুটিয়ে পড়লে স্থানীয় তিন যুবক সেখান থেকে পালিয়ে যায়। রক্তাক্ত অবস্থায় শুভঙ্করকে বাইকে করে তার দুই সঙ্গী বারুইপুর মহকুমা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন ।ঘটনার খবর পেয়ে পুলিশ এসে মৃত শুভঙ্করের সঙ্গে থাকা এক নাবালক ও বাবাই নামে আরো একজনকে আটক করে ।
রাতে ঘটনাস্থলে আসে পুলিশ। যদিও অভিযুক্ত তিন যুবক পলাতক। এই ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয় । মদাররাট গ্রামপঞ্চায়েত প্রধান রক্ষিতচন্দ্র নস্কর জানান , তিন জন মদ্যপ অবস্থায় যাচ্ছিল।
এখানেও কয়েকজন নেশাগ্রস্ত অবস্থায় ছিল। তারা ওদের আটকে জিজ্ঞাসাবাদ করে। তার পরেই বচসা। তা থেকে এই ভয়ঙ্কর ঘটনা। বারুইপুর থানার পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।