নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: কলকাতা :: সোমবার ১৮,আগস্ট :: কলকাতায় একাধিক গুরুত্বপূর্ণ মেট্রো করিডরের উদ্বোধন করতে চলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। রেল মন্ত্রক সূত্রে খবর, আগামী ২২ অগাস্ট তাঁর হাত ধরেই উদ্বোধন হতে চলেছে তিন নতুন মেট্রো রুটের ।
এবার এই অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য আমন্ত্রণ জানানো হল রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কেও । কেন্দ্রীয় রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণোর তরফে চিঠিটি পাঠানো হয়েছে। এদিন প্রধানমন্ত্রী নিজেই ভার্চুয়াল বা সরাসরি উপস্থিত থেকে আনুষ্ঠানিকভাবে পরিষেবার সূচনা করবেন।
উদ্বোধনের সম্ভাব্য তালিকায় রয়েছে— জোকা–তারাতলা মেট্রো করিডর, নিউ গড়িয়া–রুবি হয়ে সেক্টর V পর্যন্ত মেট্রো লাইন এবং এসপ্ল্যানেড–হাওড়া রুটের আংশিক অংশ। বিশেষ গুরুত্ব পাচ্ছে হাওড়া মেট্রো, কারণ এটি চালু হলে দেশের প্রথম নদীর তলা দিয়ে চলা আন্ডারওয়াটার মেট্রো হিসেবে ইতিহাস তৈরি করবে।
রেল মন্ত্রকের দাবি, এই তিনটি রুট চালু হলে শহরের দক্ষিণ–পূর্বাঞ্চল থেকে আইটি হাব এবং হাওড়া–কলকাতার যোগাযোগ ব্যবস্থায় বিপ্লব ঘটবে। যাত্রীদের যাতায়াত হবে দ্রুত ও নিরবচ্ছিন্ন। পাশাপাশি যানজট কমাতে উল্লেখযোগ্য ভূমিকা নেবে এই প্রকল্প।
আগামী ২২ অগাস্ট দমদমে প্রশাসনিক কর্মসূচি রয়েছে প্রধানমন্ত্রী মোদির। সেখান থেকে নতুন তিন মেট্রো রুট উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। বিভিন্ন সরকারি প্রকল্পের শিলান্যাসের পাশাপাশি জনসভাও রয়েছে তাঁর। এদিকে, রেলের তরফে জানানো হয়েছে, শিয়ালদা-এসপ্ল্যানেড, বেলেঘাটা-হেমন্ত মুখোপাধ্যায় (রুবি) এবং নোয়াপাড়া-জয় হিন্দ (বিমান বন্দর) স্টেশনের মাঝে মেট্রো চলবে।
এবার থেকে গ্রিন লাইন ১-এর সঙ্গে জুড়তে চলেছে গ্রিন লাইন ২। অন্যদিকে, ইয়েলো লাইনের সঙ্গে জুড়তে চলেছে রুবি মোড় থেকে বেলেঘাটাগামী অরেঞ্জ লাইন।মেট্রো রুটের পাশাপাশি হাওড়া মেট্রো স্টেশনের সাবওয়েরও উদ্বোধনের কথা রয়েছে মোদির।