নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: দুর্গাপুর :: সোমবার ১৮,আগস্ট :: বেসরকারি ইঞ্জিনিয়ারিং কলেজের চার তলা থেকে পড়ে মৃত্যু ঠিকা শ্রমিকের। ক্ষতিপূরণের দাবিতে কলেজের গেট আটকে বিক্ষোভে সামিল হন এলাকাবাসীরা ।
চরম উত্তেজনা সৃষ্টি হয় দুর্গাপুরের বিধাননগরের হাডকো মোড় সংলগ্ন একটি বেসরকারি ইঞ্জিনিয়ারিং কলেজে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় নিউ টাউনশিপ থানার পুলিশ। মৃত ঠিকা শ্রমিকের নাম শেখ হায়দার আলী (২৫)। বুদবুদের দেবশালা গ্রাম পঞ্চায়েতের কাঁকোড়া এলাকার বাসিন্দা।
পরিবার পরিজনদের অভিযোগ, চলতি মাসের আট তারিখ রাজমিস্ত্রির হেল্পারের কাজ করছিল হায়দার। তখনই কলেজের চারতলা থেকে মাটিতে পড়ে যায় সে। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায মৃত্যু হয় তার।
মৃত্যুর পরেও কোন ক্ষতিপূরণ দেয়নি কলেজ কর্তৃপক্ষ। ঠিকাদারও কোন গুরুত্ব দিচ্ছিল না। সেজন্যই এই বিক্ষোভ। দ্রুত ক্ষতিপূরণ দেওয়া না হলে বৃহত্তর বিক্ষোভ করার হুঁশিয়ারিও দেন তারা।