আনন্দ মুখোপাধ্যায় :: সংবাদ প্রবাহ :: নয়াদিল্লি নিউজ ডেস্ক :: সোমবার ১৮,আগস্ট :: আজ বিকেলেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাসভবনে মহাকাশচারী শুভাংশু শুক্লা সাক্ষাৎ করবেন। সম্প্রতি সফল মহাকাশ অভিযানের পর দেশে ফিরে আসার পর থেকেই দেশজুড়ে তাঁকে ঘিরে উচ্ছ্বাস বিরাজ করছে।
সূত্রের খবর, এদিনের বৈঠকে মহাকাশ মিশনের অভিজ্ঞতা, ভারতের মহাকাশ গবেষণার পরবর্তী লক্ষ্য এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা হতে পারে।
প্রধানমন্ত্রী নিজেও শুভাংশুর এই সাফল্যে উচ্ছ্বসিত। সরকারি মহল মনে করছে, এই সাক্ষাৎ শুধু সৌজন্য নয়, বরং ভারতের মহাকাশ অভিযানে নতুন দিকনির্দেশ তৈরির ক্ষেত্রেও তাৎপর্যপূর্ণ হতে চলেছে। বৈঠক শেষে একটি যৌথ বিবৃতি প্রকাশের সম্ভাবনা রয়েছে বলেও জানা গিয়েছে।