মধ্যমগ্রাম স্টেশন সংলগ্ন মধ্যমগ্রাম হাই স্কুলের একেবারে গেটের সামনেই এক ব্যক্তির হাতে বোমা, ব্যাগ ভর্তি বোমা,সেই বোম বিস্ফোরণ হয়ে গুরুতর আহত ওই ব্যক্তি।

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: মধ্যমগ্রাম :: সোমবার ১৮,আগস্ট :: মধ্যমগ্রাম স্টেশন সংলগ্ন মধ্যমগ্রাম হাই স্কুলের একেবারে গেটের সামনেই এক ব্যক্তির হাতে বোমা, ব্যাগ ভর্তি বোমা,সেই বোম বিস্ফোরণ হয়ে গুরুতর আহত ওই ব্যক্তি।

বোম বিস্ফোরণ হয়ে গুরুতর আহত ওই ব্যক্তি। তাকে বারাসত হাসপাতালে নিয়ে যাওয়া হয়,অবস্থা আশংকাজনক বলে জানা যায়।ঘটনাস্থলে মধ্যমগ্রাম থানার পুলিশ।বারাসত পুলিশ জেলার অতিরিক্ত পুলিশ সুপার অতীশ বিশ্বাস সহ এস ডিপিও বারাসত বিদ্যাগর অজিঙ্কা অনান্ত

পুলিশের তরফ থেকে ঘটনার বিবরণ দিতে কোনরকম রাজি নয় এই মুহুর্তে ।এমনকি সংবাদমাধ্যমকে ছবি তুলতেও মানা করা হয় প্রথম অবস্থায়।তদন্তের স্বার্থে সাংবাদিকদের সহযোগিতা করতে বলা হয় কারণ ঘটনাস্থলে এখনো বোম থাকতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

যে ঘটনা ঘটে তা মধ্যমগ্রামের কাছে একেবারে নতুন।আশপাশের এলাকায় এমন ঘটনা ঘটলেও,শহর মধ্যমগ্রামে এমন ঘটনা শোনা যায়নি।বোম ডিস্পোজাল টিম কে খবর দেওয়া হয় সাথে সাথে,তারা আসার পরই ঘটনাস্থল থেকে ওই ব্যাগ উদ্ধার করা হবে। ঘটনাস্থল পুলিশ ঘিরে রেখেছে।আহত ব্যক্তি চিকিৎসা চলছে বারাসত হাসপাতালে, তার অপারেশন করা হচ্ছে বলেও জানা যায়।

ঘটনাস্থলে আসে বোম স্কোয়াড টিম।অবশেষে ব্যাগ খোলা হয় যাবতীয় নিরপত্তা বজায় রেখে।ব্যাগ খোলা হলে,তেমন কিছু পাওয়া যায়নি,মোবাইল চার্জার,ইলেকট্রনিকস গেজেট এবং জামা প্যান্ট ছাড়া আর কিছু পাওয়া যায়নি বলে জানান অতিরিক্ত পুলিশ সুপার। পুলিশ সুত্রে জানা যায় আহত ব্যক্তির নাম সচিদা নন্দ মিশ্রা, বয়স ২৫ বছর ,বাড়ি উত্তর প্রদেশে বলে জানা যায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

5 + three =