এশিয়া কাপের জন্য দল ঘোষণা ভারতের – অধিনায়ক সূর্যকুমার সহকারী গিল

সজল দাশগুপ্ত   :: সংবাদ প্রবাহ :: স্পোর্টস ডেস্ক :: মঙ্গলবার ১৯,আগস্ট :: আজ (১৯ আগস্ট ২০২৫) ভারতীয় ক্রিকেট বোর্ড BCCI এশিয়া কাপ ২০২৫-এর জন্য ভারতের ১৫ সদস্যের দল ঘোষণা করেছে।

অধিনায়ক : সূর্যকুমার যাদব – সহ-অধিনায়ক : শুভমান গিল

মূল দল (১৫ জন):

সূর্যকুমার যাদব (C) শুভমান গিল (VC),অভিষেক শর্মা, সঞ্জু স্যামসন,তিলক বর্মা,হার্দিক পান্ডিয়া,শিবম দুবে,অক্ষর প্যাটেল,জিতেশ শর্মা (উইকেটকিপার),জসপ্রিত বুমরাহ,অর্শদীপ সিং,বরুণ চক্রবর্তী,কুলদীপ যাদব,হর্ষিত রানা,ঋতুরাজ সিং

স্ট্যান্ড-বাই (রিজার্ভ):

প্রসিদ্ধ কৃষ্ণ,ওয়াশিংটন সুন্দর,রিয়ান পরাগ,যশস্বী জয়সওয়াল,ধ্রুব জুরেল

প্রধান নির্বাচক অজিত আগরকর দল ঘোষণা করেছেন। ভারতের টেস্ট দলের অধিনায়ক হলেও এশিয়া কাপে দলে ফিরে এসেই সহকারী অধিনায়কের দায়িত্ব পেয়েছেন শুভমান গিল। তবে যশস্বী জয়সওয়াল ও শ্রেয়াস আইয়ার ১৫ জনের দলে ঠাঁই পাননি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

two × 5 =