নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: কলকাতা ব্যুরো নিউজ :: মঙ্গলবার ১৯,আগস্ট :: বৈঠক অনুষ্ঠিত হয় আগস্ট ১৯, ২০২৫—ওই দিনেই রাষ্ট্রিয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল ও চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই একে অপরের সঙ্গে আলোচনায় বসেন ।
এটি ছিল সীমান্ত বিষয়ক আলোচনার ২৪তম রাউন্ড। অজিত দোভাল বলেন, “সীমান্তে শান্তি বজায় আছে,” এবং “সম্পর্কে ইতিবাচক প্রবণতা দেখা যাচ্ছে,”—এগুলো সম্পর্কের উন্নতির চিহ্ন স্বরূপ । দোভাল আরও যোগ করেন, “গত ন’ মাসে উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে। সীমান্তে শান্তি, বিনিময়ে গভীরতা বৃদ্ধি পেয়েছে…” ।ওয়াং ই বলেন যে পূর্ববর্তী তিক্ততা দুই দেশের জনগণের স্বার্থে ছিল না এবং এখন স্থিরতা ফিরে এসেছে । বৈঠকে ভারতের প্রয়োজনীয়তা অনুযায়ী চীন থেকে রেয়ার আর্থ উপকরণ, সার এবং টানেল-বোরিং মেশিন সরবরাহের প্রতিশ্রুতি দেওয়া হয় ।
এই বৈঠক প্রধানমন্ত্রীর শাংহাই কো-অপারেশন অর্গানাইজেশন (SCO) সম্মেলনে অংশগ্রহণের পূর্বাভাস দেয়, যা তিয়ানজিন (চীন)–এ আগস্ট ৩১ ও সেপ্টেম্বর ১, ২০২৫ অনুষ্ঠিত হবে ।