নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: মল্লারপুর :: বুধবার ২০,আগস্ট :: বীরভূমের মল্লারপুরের আকাশে আজ যেন নতুন এক নক্ষত্রের উদয়—ছোট্ট নৃত্যশিল্পী অহনা চ্যাটার্জ্জী।
বংশপরম্পরায় ঐতিহ্যবাহী এক ব্রাহ্মন পরিবারে জন্ম নেওয়া অহনা মল্লারপুর মল্লেশ্বর শিব মন্দিরের আদি সেবায়েত স্বর্গীয় শিবুরাম চ্যাটার্জ্জী তথা পান্ডার প্রথম পুত্রের একমাত্র কন্যা। ছোট্ট বয়সেই নাচের প্রতি অসীম ভালোবাসা আর অনুশীলনের মাধ্যমে নিজের প্রতিভার স্বাক্ষর রেখে চলেছে সে।সম্প্রতি অনুষ্ঠিত “চ্যাম্প অফ ডান্স” প্রতিযোগিতায় অহনা দেখিয়েছে তার অনন্য নৃত্যপ্রতিভা। অডিশন রাউন্ড থেকে শুরু করে সেমিফাইনাল ও ফাইনালের কঠিন ধাপ অতিক্রম করে গ্র্যান্ড ফিনালের কিউট পারফরম্যান্স বিভাগে প্রথম স্থান অধিকার করেছে সে।
প্রতিযোগিতার মঞ্চে অহনার প্রাণবন্ত উপস্থিতি, নিখুঁত তাল-লয় এবং অভিব্যক্তি মুগ্ধ করেছে বিচারক থেকে শুরু করে দর্শক সবাইকে। অহনার সাফল্যে খুশিতে ভাসছে তার পরিবার, আত্মীয়-স্বজন ও সমগ্র মল্লারপুরবাসী।
পরিবারের সদস্যরা জানিয়েছেন—দাদুর আশীর্বাদ, ঠাকুমা, কাকা-কাকিমা এবং সবার আন্তরিক ইচ্ছা ও ভালোবাসা অহনাকে আগামী দিনে আরও বড় মঞ্চে তুলে দেবে। খুশি গ্রামবাসীরাও বলছেন, ছোট্ট অহনার এই অর্জন শুধু পরিবারের নয়, সমগ্র এলাকার গর্ব।