নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: বীরভূম :: বুধবার ২০,আগস্ট :: ঘটনাটি ঘটেছে বীরভূম জেলার মহম্মদ বাজার থানার অন্তর্গত শিবপাহাড়ি থেকে গণপুর যাওয়ার পথে ঘটে গেল মর্মান্তিক দুর্ঘটনা। ধানের গুঁড়ো বোঝাই একটি মোটরচালিত ভ্যান রাস্তার গর্তে পড়ে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়।
এতে ভ্যানে থাকা দোজাহান সেখ (বয়স আনুমানিক ৫৫–৬০), বাড়ি খরগ্রাম থানার কুরবানগর, ঘটনাস্থলেই প্রাণ হারান।
খবর পেয়ে মহম্মদ বাজার থানার পুলিশ মৃতদেহ উদ্ধার করে রামপুরহাট গভর্নমেন্ট মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠায়। এই ঘটনায় গোটা এলাকায় নেমে আসে শোকের ছায়া।