নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: কলকাতা / মাথাভাঙ্গা :: বুধবার ২০,আগস্ট :: রাজ্যের প্রাক্তন পর্যটনমন্ত্রী দীনেশচন্দ্র ডাকুয়া বুধবার কলকাতার এনআরএস মেডিকেল কলেজে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯৫ বছর।দীনেশচন্দ্র ডাকুয়া সিপিআই(এম)-এর রাজ্য কমিটির প্রাক্তন সদস্য। দীর্ঘ রাজনৈতিক জীবনে গভীরভাবে ছাপ রেখে গিয়েছেন তিনি। ১৯৫০ সালে কোচবিহার ভারতবর্ষের অন্তর্ভুক্ত হওয়ার পর তাঁর নেতৃত্বে বামপন্থী ছাত্র আন্দোলন সংগঠিত হতে থাকে।
ছাত্র আন্দোলনের কারণে ১৯৫৩ সালে ভিক্টোরিয়া কলেজ থেকে বহিষ্কৃত হলেও তিনি সংগ্রামী পথ থেকে সরে আসেননি। জোতদার পরিবারের সন্তান হয়েও বর্গা আন্দোলনে সক্রিয় ভূমিকা নিয়েছিলেন। আইনজীবী হিসেবে মাথাভাঙ্গা আদালতে অনুশীলনও করেছিলেন কিছুদিন।
১৯৮৭ থেকে ২০০৬ সাল পর্যন্ত ধারাবাহিকভাবে পশ্চিমবঙ্গ সরকারের মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন। ১৯৮৭–১৯৯৬ তপশিলি জাতি ও উপজাতি কল্যাণ মন্ত্রী, ১৯৯৬–২০০১ পর্যন্ত এসসি, এসটি ও ওবিসি কল্যাণমন্ত্রী এবং ২০০১–২০০৬ পর্যটন মন্ত্রীর দায়িত্ব তিনি সামলেছিলেন। তাঁর প্রয়ানে বামপন্থী দল গুলিতে গভীর শোকের ছায়া নেমে আসে