নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: মালদহ :: বুধবার ২০,আগস্ট :: জলবন্দী রতুয়া ১ ব্লকের নিউ বিলাইমারী মাদ্রাসা ত্রাণ শিবির। গদাই মহারাজপুরের ৫০ টি দুর্গত পরিবার প্রথম থেকে থাকলেও খাবারের অভাবে বর্তমানে এখন মাত্র ৭ টি পরিবার রয়েছে।
সাতদিন আগে শুকনো খাবার দেওয়া হয়েছিল প্রশাসনের পক্ষ থেকে।তারপর আর খোঁজ নেওয়া হয়নি বলে অভিযোগ। নিজেদের উদ্যোগে মাটির উনুনে কোন রকমে রেশনের চাল দিয়ে রান্না চলছে।জ্বালানির অভাবে রাতে রান্না করতে পারছেন না তারা। অন্যান্য এলাকায় প্রশাসনের তরফে ত্রাণ শিবিরে দুবেলা রান্না হলেও এই শিবির টি বঞ্চিত।
এমনই ক্ষোভের সুরে জানালেন দুর্গতরা ও তৃণমূলের পঞ্চায়েত সদস্য।তাদের অভিযোগ,জ্বালানির অভাবে অর্ধ সিদ্ধ ভাত খেয়ে দিন কাটাচ্ছে হচ্ছে।শিশুরা ক্ষিদের জ্বালায় কাতরাচ্ছে।
খাবারের অভাবে একে একে ত্রাণ শিবির থেকে বেরিয়ে আত্মীয় স্বজনের বাড়ি চলে যাচ্ছেন।এদিন ত্রাণ শিবিরে গিয়ে এমনটাই অভিযোগ শোনেন বিপর্যয় মোকাবেলা বাহিনীর কর্মীরা।