নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: কোচবিহার :: বুধবার ২০,আগস্ট :: ঘটনাটি ঘটেছে কোচবিহার স্টেশন সংলগ্ন ১০ এবং ১১ নং ওয়ার্ডে । এলাকাবাসীদের অভিযোগ তাদের এনওসি ছাড়াই মোবাইল টাওয়ার বসানোর কাজ চলছিল
বিষয়টি নজরে আসার পর বুধবার ভোর চারটা থেকে স্থানীয়রা পথ অবরোধ করে ঘটনার প্রতিবাদ জানান।স্থানীয় সূত্রের খবর প্রশাসনকে লিখিতভাবে জানানের পরেও রাতের অন্ধকারে চলছিল টাওয়ার বসানোর কাজ। আর এতেই উত্তেজিত হয়ে পড়ে এলাকার বাসিন্দারা। পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে এসে পৌঁছায় কোচবিহার কোতোয়ালি থানার পুলিশ।
এলাকাবাসীরা জানান টাওয়ারের যে রেডিয়েশন হয় তাতে এলাকাবাসীদের ক্ষতির সম্ভাবনা আছে এর প্রতিকার কি হবে সেই সব বিষয় নিয়ে প্রশাসনের উচিত এলাকাবাসীদের সাথে কথা বলা। প্রশাসন রাজি হলে গ্রামবাসীরা আলোচনায় বসতে রাজি।