নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: রামপুরহাট :: বৃহস্পতিবার ২১,আগস্ট :: সামনেই ২৬ এর বিধানসভা নির্বাচন। আর সেই নির্বাচনের আগে তৃণমূলের ফের শক্তি বৃদ্ধি। গ্রাম পঞ্চায়েতের সদস্যাসহ একাধিক কর্মী সিপিআইএম ও কংগ্রেস ছেড়ে তৃণমূল কংগ্রেসের যোগদান করলেন ।
বীরভূমের রামপুরহাট বিধানসভার রামপুরহাট এক নম্বর ব্লকের দখলবাটি গ্রাম পঞ্চায়েতের কংগ্রেসের জয়ী সদস্যা রুবেসা বিবি ও মহেন্দ্রপুরের সিপিআইএম নেতা সামিউল হাফিজ সহ একাধিক সিপিআইএম ও কংগ্রেসের কর্মী সমর্থকরা
রামপুরহাট বিধানসভার বিধায়ক তথা পশ্চিমবঙ্গের ডেপুটি স্পিকার আশীষ ব্যানার্জির হাত ধরে তৃণমূল কংগ্রেসে যোগদান করলেন ।
রামপুরহাট তৃণমূল কংগ্রেস দলীয় কার্যালয়ে রামপুরহাটের বিধায়ক আশীষ ব্যানার্জী ও রামপুরহাট ১ নম্বর ব্লকের ব্লক সভাপতি নিহার মুখার্জির হাত ধরেই চলে এই যোগদান পর্ব অনুষ্ঠান। বিধায়ক আশীষ ব্যানার্জি জানান বীরভূম জেলার তৃণমূলের চেয়ারপার্সন হিসেবে আমি তাদের যোগদান গ্রহণ করেছি
তাদের যোগদানের তালিকা তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জির ও রাজ্য তৃণমূল কংগ্রেস সভাপতি সুব্রত বক্সীর কাছে খুব শীঘ্রই পাঠিয়ে দেব।
দখল বাটি গ্রাম পঞ্চায়েতের কংগ্রেসের জয়ী সদস্যা রুবেসা বিবি ও দখলবাটি গ্রাম পঞ্চায়েতের মহেন্দ্রপুরের সিপিআইএম নেতা সামিউল হাফিজ জানান তৃণমূল কংগ্রেসের উন্নয়ন দেখেই এবং আমাদের দখলবাটি গ্রাম পঞ্চায়েতের সার্বিক উন্নয়নের স্বার্থেই কংগ্রেস ও সিপিআইএম ছেড়ে তৃণমূল কংগ্রেসের এই যোগদান।