নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: টিটাগড় :: বৃহস্পতিবার ২১,আগস্ট :: কলকাতা কর্পোরেশন জলের পাইপ লাইন না সরানোয় মেট্রো রেলওয়ে সম্প্রসারনের কাজ থমকে আছে। সোমবার সন্ধেয় দলের তরফে টিটাগড় থানা ঘেরাও কর্মসূচিতে যোগ দিয়ে এমমটাই বললেন প্রাক্তন সাংসদ অর্জুন সিং।
তিনি বলেন, মেট্রো রেলওয়ে কল্যাণী পর্যন্ত সম্প্রসারনের জন্য মোদীজী ২২০০ কোটি টাকা বরাদ্দ করেছেন। কিন্তু জলের পাইপ লাইনের জন্য কাজ আটকে রয়েছে। উক্ত কর্মসূচিতে হাজির ছিলেন বিধানসভার মুখ্য সচেতক শঙ্কর ঘোষ, ব্যারাকপুর জেলার সভাপতি তাপস ঘোষ, বিজেপি নেতা কৌস্তভ বাগচী, চন্দ্রমণি শুক্লা, মিলন কৃষ্ণ আশ, বাবু নাগ প্রমুখ।