নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবা:: কলকাতা :: বৃহস্পতিবার ২১,আগস্ট :: শিয়ালদা স্টেশনের বাইরে বিজেপি নেত্রী তথা অভিনেত্রী কাঞ্চনা মৈত্রকে হঠাৎ করেই অস্বাভাবিক রূপে দেখা গেল। রাস্তায় দাঁড়িয়ে প্রকাশ্যে তিনি একের পর এক অশালীন শব্দ উচ্চারণ করছেন।
চারপাশে ভিড় জমে যায়। কেউ কেউ মোবাইলে ভিডিও করতে শুরু করেন। মুহূর্তের মধ্যেই সেই ভিডিও ছড়িয়ে পড়ে সোশ্যাল মিডিয়ায় এবং ঝড় তোলে নেটিজেনদের মধ্যে।
অনেকেই অবাক হয়ে প্রশ্ন তুলেছেন—এ কি সত্যিই অভিনেত্রীর ব্যক্তিগত আচরণ? কেউ কানে হাত দিয়ে অবাক প্রতিক্রিয়া জানান, কেউ আবার তীব্র সমালোচনাও করেছেন। কিন্তু কিছু সময় পরেই সামনে আসে আসল তথ্য।
জানা যায়, কাঞ্চনা মৈত্রর এই দৃশ্য আসলে কোনও বাস্তব ঘটনা নয়, বরং একটি শুটিংয়ের অংশ। সিনেমার চরিত্রের প্রয়োজনে তিনি এমন সংলাপ ও আচরণ করছেন। তবে ভিডিওর শুরুতে আসল কারণ স্পষ্ট না হওয়ায় নেটিজেনরা বিভ্রান্ত হয়েছেন।
কেউ সমালোচনা করেছেন, আবার কেউ বলেছেন—এই দৃশ্যই প্রমাণ করে অভিনেত্রী এখনও দারুণভাবে চরিত্র ফুটিয়ে তুলতে সক্ষম। সব মিলিয়ে, এক টুকরো শুটিংয়ের দৃশ্য মুহূর্তে ভাইরাল হয়ে কাঞ্চনা মৈত্রকে ফের আলোচনার কেন্দ্রে নিয়ে এসেছে।