নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: সন্দেশখালি :: বৃহস্পতিবার ২১,আগস্ট :: দুটি গাড়ির মুখোমুখি সংঘর্ষে মৃত্যু হল দুই ব্যক্তির। ঘটনাটি ঘটেছে উত্তর ২৪ পরগনা জেলার সন্দেশখালি থানার রামপুর হাট সংলগ্ন বাগদি পাড়া এলাকায়।দুর্ঘটনায় মৃতদের নাম আনসার পিয়াদা(৩৮) ও হাঁসা লস্কর(৪৮)।
অন্যদিকে ঘটনায় গুরুতর জখম হয়েছেন মোতিয়ার পিয়াদা ও ভোলা লস্কর। স্থানীয়রা জখমদেরকে উদ্ধার করে তাদেরকে জীবনতলা থানা এলাকার ঝোড়োর মোড়ে একটি বেসরকারী নার্সিংহোমে চিকিৎসার জন্য ভর্তি করেন।
স্থানীয় সুত্রে জানা গিয়েছে,বাসন্তীর নির্দেশখালি থেকে একটি মাহিন্দ্র গাড়িতে করে চারজন ছাগল কিনতে যাচ্ছিলেন।
সন্দেশখালি থানার অন্তর্গত রামপুর হাট সংলগ্ন বাগদি পাড়া এলাকায় একটি যাত্রীবাহী বাসের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। ঘটনাস্থলে মৃত্যু হয় দুজনের। পাশাপাশি ঘটনায় গুরুতর জখম হয় দুজন।
পুলিশ মৃতদেহ দুটি উদ্ধার করে ময়না তদন্তে পাঠিয়েছে। পাশপাশি দুর্ঘটনাগ্রস্থ গাড়ি দুটি আটক করে ঘটনার তদন্ত শুরু করেছে।অন্যদিকে বাসন্তীর নির্দেশখালি এলাকার বাসিন্দা আনসার পিয়াদা(৩৮) ও হাঁসা লস্কর(৪৮) এমন মর্মান্তিক মৃত্যুতে এলাকায় নেমে এসেছে শোকের ছায়া।