আমেরিকান আগ্নেয়াস্ত্র সহ ডাকাতির আগেই ৫ দুষ্কৃতি পুলিশের জালে।

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: ঘুটিয়ারি শরীফ :: বৃহস্পতিবার ২১,আগস্ট :: রাতের অন্ধকারে বেশ কয়েকজন দুষ্কৃতি জড়ো হয়েছিল ঘুটিয়ারি শরীফ হাসপাতাল লাগোয়া এলাকায়। সেই খবর পেয়ে ঘুঁটিয়ারি শরীফ ফাঁড়ির ওসি সুকুমার রুইদাসের নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী হানা দেয় ঘটনাস্থলে। পুলিশের দাবি, ১৮ থেকে ২০ জন দুষ্কৃতী জড়ো হয়েছিল।

উদ্দেশ্য ছিল এলাকায় ডাকাতি করার। পুলিশকে দেখে বেশিরভাগ দুষ্কৃতী রাতের অন্ধকারের সুযোগ নিয়ে চম্পট দিয়ে গা ঢাকা দেয়। তবে পুলিশ হাতে নাতে পাঁচ জনকে ধরে ফেলে। ধৃতদের কাছ থেকে বিদেশি আগ্নেয়াস্ত্র সহ একাধিক ধারালো অস্ত্র, মোবাইল ফোন সহ বিভিন্ন জিনিসপত্র উদ্ধার হয়েছে।

পুলিশ জানিয়েছে ,এই ঘটনায় তারা হাবিব লস্কর, সোহেল মোল্লা, আকবর মোল্লা, শহিদ শেখ এবং আরমান আলম নামে পাঁচজনকে গ্রেফতার করেছে। ধৃত প্রত্যেকেরই বাড়ি জীবনতলা থানার মাকালতলা এলাকায়।

ধৃতদের কাছ থেকে একটি আগ্নেয়াস্ত্র এবং ৫ রাউন্ড কার্তুজ উদ্ধার হয়েছে। পুলিশের দাবি ওই আগ্নেয়াস্ত্র আমেরিকায় তৈরি। এছাড়া লোহার রড, ভোজালি চপার এবং একাধিক মোবাইল ফোন উদ্ধার হয়েছে। ধৃতদের বিরুদ্ধে বেআইনি জমায়েত, ডাকাতির চেষ্টা এবং অস্ত্র আইনে মামলা রজু করেছে পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

one + twelve =