প্রধানমন্ত্রী আগামীকাল বিজেপির ‘পরিবর্তন সংকল্প যাত্রা’-য় ভাষণ দেবেন

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: নিউজ ডেস্ক :: বৃহস্পতিবার ২১,আগস্ট :: রাত পোহালেই শহর কলকাতা পাচ্ছে নতুন তিনটি মেট্রোপথ। হাওড়া থেকে সল্টলেক সেক্টর ফাইভ, কবি সুভাষ থেকে হেমন্ত মুখোপাধ্যায় হয়ে বেলেঘাটা এবং নোয়াপাড়া থেকে জয় হিন্দ বিমানবন্দর পথে নতুন করে মেট্রো পরিষেবা চালু হবে।

শুক্রবার প্রধানমন্ত্রী মোদি উদ্বোধনের পরই জনগণের জন্য শুরু হয়ে যাবে পরিষেবা। তার আগের দিন, বৃহস্পতিবার নতুন মেট্রোপথের সময়সূচি ঘোষণা করল কলকাতা মেট্রো কর্তৃপক্ষ।

এদিকে কলকাতার আগমনের আগেই প্রধানমন্ত্রী সোশ্যাল মিডিয়া পোস্টে জানিয়ে দিলেন এই বঙ্গের মানুষ মমতা সরকারের ওপর মোটেই সন্তুষ্ট নয় । প্রধানমন্ত্রী জানিয়েছেন, ‘কলকাতার সমাবেশে থাকতে আগ্রহী। যত দিন যাচ্ছে, তৃণমূলের বিরুদ্ধে জনরোষ বাড়ছে। আমাদের উন্নয়নের এজেন্ডার কারণে পশ্চিমবঙ্গ আশা নিয়ে বিজেপির দিকে অধীর আগ্রহে তাকিয়ে আছে।’

২৬-এর বিধানসভা নির্বাচনকে সামনে রেখে আগামীকাল রাজ্য সফরে আসছেন নমো। তবে সফর পুরোপুরি রাজনৈতিক নয়। দমদমে একটি জনসভা এবং বেশকিছু প্রকল্পের উদ্বোধন রয়েছে। নতুন তিন মেট্রো রুট উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী।

জানা গিয়েছে, প্রধানমন্ত্রী আগামীকাল বিকেল সাড়ে ৪টা নাগাদ পাটনা থেকে কলকাতা পৌঁছোবেন। এদিনই নরেন্দ্র মোদীজি বিজেপির ‘পরিবর্তন সংকল্প যাত্রা’-য় ভাষণ দেবেন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

fifteen − eleven =