ফের স্কুলে ছাত্রী অসুস্থ। আর এ নিয়ে আতঙ্ক ছড়ালো নদিয়ার কৃষ্ণনগর ১ নম্বর ব্লকের ধুবুলিয়া থানার মায়াকোল এলাকায়।

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: কৃষ্ণনগর :: শুক্রবার ২২,আগস্ট :: ফের স্কুলে ছাত্রী অসুস্থ। আর এ নিয়ে আতঙ্ক ছড়ালো নদিয়ার কৃষ্ণনগর ১ নম্বর ব্লকের ধুবুলিয়া থানার মায়াকোল এলাকায়। সকালবেলা ঠিকঠাক চলছিল ক্লাস। কিন্তু হঠাৎই অস্বাভাবিক পরিস্থিতি তৈরি হয় মায়াকোল আনন্দনগর হাই স্কুলে।

একে একে অসুস্থ হতে শুরু করে ছাত্রীদের মধ্যে কয়েকজন। প্রথমে একজন, পরে দু’জন, এরপর ক্রমে বাড়তে থাকে সংখ্যা। শেষপর্যন্ত প্রায় ৯-১০ জন ছাত্রী গুরুতর অসুস্থ হয়ে পড়ে।অবস্থা বেগতিক দেখে স্কুল কর্তৃপক্ষের তরফে তাদের দ্রুত শক্তিনগর জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। বর্তমানে কয়েকজন ছাত্রী সেখানে চিকিৎসাধীন।

হঠাৎ একসঙ্গে এতজন ছাত্রী অসুস্থ হয়ে পড়ায় আতঙ্ক ছড়িয়েছে স্কুলে।স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এর আগেও ওই স্কুলে একই ধরনের ঘটনা ঘটেছে। তবুও দীর্ঘদিন ধরে প্রশাসন কিংবা স্কুল কর্তৃপক্ষের তরফে এর কোনও স্থায়ী সমাধান হয়নি। ফলে অভিভাবকদের মধ্যে ক্ষোভ তৈরি হয়েছে।

অনেকেই প্রশ্ন তুলেছেন, “বারবার একই ঘটনা ঘটছে, অথচ স্কুলের ভেতরে বা আশপাশে আসল সমস্যাটা চিহ্নিত করা হচ্ছে না কেন?” অভিভাবকরা স্কুলে এসে ছাত্রীদের নিরাপত্তা ও সুস্থ পরিবেশের দাবি তুলেছেন।

ঘটনাটি ঘিরে ইতিমধ্যেই চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায়। তবে কি কারনে ছাত্রীরা ক্রমশ অসুস্থ হচ্ছে সেই উত্তরটি কিন্তু সকলেরই অজানা।

তবে স্কুলের আশেপাশে রয়েছে জলাশয়। সেখান থেকে দুর্গন্ধ বেরোয় তাহলে কি এর জেরেই ছাত্রীরা অসুস্থ তা নিয়ে উঠতে শুরু করেছে প্রশ্ন। এ বিষয়ে স্কুল শিক্ষক অসীম কুমার ঘোষের বক্তব্য, ছাত্রীরা সকাল থেকে যথারীতি ক্লাস করছিল তারপর টিফিন খায় তারপর এর ক্লাস শুরু হয়।

এরপর ছাত্রীরা একে একে শ্বাসকষ্টে ভুগতে শুরু করে তৎক্ষণাৎ একে একে প্রায় নয়জনকে হাসপাতালে নিয়ে আসা হয়। খবর দেওয়া হয়েছে স্থানীয় ব্লক মুখ্য স্বাস্থ্য আধিকারিক কে। তারা ঘটনাস্থলে একটি টিমকে পাঠিয়েছিল সারা জমিনে তদন্ত করতে।

আজ শুক্রবার স্বাস্থ্য বিভাগের লোকজন স্কুলে আসবেন বিষয়টি পরীক্ষা করতে। তবে কি থেকে ছাত্রীদের এমন হচ্ছে তা নিয়ে শুরু হয়েছে জল্পনা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

five × 5 =