নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: কলকাতা :: শুক্রবার ২২,আগস্ট :: কলকাতা: কলকাতায় নতুন মেট্রো রুটের উদ্বোধনে এসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি শুক্রবার এক রাজনৈতিক বার্তা দেন। তিনি বলেন, “বিজেপিকে আনুন, উন্নয়নের দরজা খুলুন।”
প্রধানমন্ত্রী দাবি করেন, কেন্দ্রীয় সরকারের প্রচেষ্টা ও বিনিয়োগের ফলেই বাংলার পরিকাঠামো ও যোগাযোগ ব্যবস্থায় বদল আসছে। কলকাতার নতুন মেট্রো পরিষেবা শুধু শহরবাসীর দৈনন্দিন যাত্রা সহজ করবে না, একইসঙ্গে অর্থনৈতিক কার্যকলাপ ও কর্মসংস্থানও বৃদ্ধি করবে।
মোদি অভিযোগ করেন, রাজ্যে রাজনৈতিক বাধার কারণে বহু উন্নয়নমূলক কাজ পিছিয়ে যাচ্ছে। এদিন তৃণমূলের সমালোচনায় সরব হয়ে মোদি বলেন, ‘তৃণমূল উন্নয়নের শত্রু। তার সাক্ষী এই দমদমের মানুষও।
স্মার্ট সিটি মিশনে এখানকার অনেক উন্নতি হতে পারত। কিন্তু তৃণমূলের সরকার সেই প্রকল্পে যুক্ত হল না। তৃণমূলের কাজ হল, যে কোনও উপায়ে পশ্চিমবঙ্গে কেন্দ্রীয় প্রকল্পের রূপায়ণ আটকানো। তাই আপনারা এখানেও বিজেপিকে একবার সুযোগ দিয়ে দেখুন।’
বাংলার গৌরবময় অতীত আবার ফিরিয়ে আনতে তৃণমূলকে সরানোর ডাক দিলেন নমো। তিনি বলেন, “বাংলার মানুষের প্রাপ্য উন্নয়ন, আর সেই উন্নয়নের চাবিকাঠি বিজেপির হাতেই।”
রাজনৈতিক মহলের মতে, এই বক্তব্য আসন্ন নির্বাচনের আগে ভোটারদের উদ্দেশে প্রধানমন্ত্রীর সরাসরি বার্তা।