নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: বর্ধমান :: শনিবার ২৩,আগস্ট :: পাচার হওয়ার আগেই বনদপ্তরের জালে উদ্ধার ১৫০ টির বেশি বিরল প্রজাতির টিয়া পাখি।বর্ধমানের সুলিপুকুর এলাকায় দুটি খাঁচা বন্দী অবস্থায় উদ্ধার। কেউ গ্রেপ্তার হয়নি। মূলত এগুলি রোজ রিং প্রজাতির টিয়া পাখি বলে জানা গেছে। যা ঝাড়খন্ড এলাকায় দেখা যায়।
বর্ধমান বনদপ্তরের বনাধিকারিক সঞ্চিতা শর্মা জানিয়েছেন, ঝাড়খন্ড এলাকা থেকে পাখিগুলি পাচারের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছিল। বাসের ডিকিতে খাচাঁ দুটি ছিল। গোপন সূত্রে খবর পেয়ে বনদপ্তরের কর্মীরা বর্ধমানের শুলিপুকুর এলাকায় এই পাখি গুলি উদ্ধার করে বর্ধমান বনদপ্তরে নিয়ে আসে। তবে যারা পাখি নিয়ে আসছিল তারা পালিয়ে যায় । ধরা সম্ভব হয়নি।
জানা গেছে, এই রোজ রিং প্রজাতির টিয়া পাখি সচরাচর লোকালয় দেখা যায় না। বর্তমানে ঝাড়খন্ড এলাকায় কিছু দেখা যায়। আর সেখান থেকেই পাখি পাচারকারীরা এই পাখিগুলি ধরে খাঁচা বন্দী করে অনেক টাকার বিনিময় বাইরে কোথাও পাচার করে দিচ্ছিল। তবে তার আগেই দপ্তরের জালে উদ্ধার হলো পাখিগুলি।