মিডডে মিলের ব্যাগভর্তি মাল মাথায় নিয়ে ছোট ছোট পায়ে চলতে না পারলেও, স্কুলের পোশাকে সেই বাজার নিয়েই দীর্ঘপথ ধরে স্কুলে যেতে হয় কচিকাঁচা পড়ুয়াদের।

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: বর্ধমান :: শনিবার ২৩,আগস্ট :: মিডডে মিলের ব্যাগভর্তি মাল মাথায় নিয়ে ছোট ছোট পায়ে চলতে না পারলেও, স্কুলের পোশাকে সেই বাজার নিয়েই দীর্ঘপথ ধরে স্কুলে যেতে হয় কচিকাঁচা পড়ুয়াদের।রাস্তায় ভারী যানবাহনের দাপটে প্রতি পদে জীবনের ঝুঁকি থাকলেও উপায় নেই।না করলেই রোষানলে পড়তে হবে শিক্ষকদের। এই নিয়ে কেউ বলতে গেলে শিক্ষকদের সঙ্গে অশান্তিও হয় তার। নিত্যদিন এমনই এক অমানবিক ঘটনার সাক্ষী থাকলো পূর্ব বর্ধমানের মন্তেশ্বরের ইশনা গ্রামের মানুষজন।

স্থানীয় ও অভিভাবকদের অভিযোগ মন্তেশ্বরের ইশনা প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ছোট ছোট পড়ুয়াদের স্কুল থেকে এক কিলোমিটার দূরে মিডডে মিলের বাজার করতে পাঠান। পড়াশোনা লাটেয় তুলে এইভাবে তাদের খাটানো হয়।

এই নিয়ে বলতে গেলে স্কুল কর্তৃপক্ষ অশান্তি করে। যদিও ঘটনার কথা স্বীকার করে নেন প্রধান শিক্ষক। এমনই এক ঘটনাকে ঘিরে চাঞ্চল্য ছড়ালে প্রশাসনের তরফে শুরু হয়েছে তদন্ত।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

6 + 16 =