২৬ অগাস্ট পূর্ব বর্ধমান জেলা সফরে আসছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: বর্ধমান :: শনিবার ২৩,আগস্ট :: জেলা প্রশাসন সূত্রে জানা গিয়েছে, বর্ধমান শহরের প্রাণকেন্দ্র কার্জন গেটের পাশেই মিউনিসিপ্যাল হাই স্কুলের মাঠে সভা করবেন তিনি। জোর কদমে চলছে প্রস্তুতি, দফায় দফায় সেই মাঠ পরিদর্শন করেন জেলার প্রশাসনীক আধিকারিকরা ।

জানা যায় পূর্ব বর্ধমান এবং পশ্চিম বর্ধমান মিলিয়ে হবে প্রশাসনিক সভা। সেখান থেকে মুখ্যমন্ত্রী দামোদরের উপর প্রস্তাবিত শিল্প সেতুর শিলান্যাস করবেন। পাশাপাশি জেলার একাধিক প্রকল্পের শিলান্যাস ও উদ্বোধনও করবেন তিনি বলে জানা যায়।

মুখ্যমন্ত্রীর এই সফরকে কেন্দ্র করে বর্ধমান জুড়ে প্রশাসনিক তৎপরতা তুঙ্গে। বৃষ্টি মাথায় নিয়ে কাজ করছেন কর্মীরা। জেলা শাসক আয়েশা রানি অতিরিক্ত জেলা শাসক-সহ বিভিন্ন দফতরের আধিকারিকদের নিয়ে বৈঠক করেছেন।

প্রশাসন সূত্রে জানা গিয়েছে, প্রতিটি দফতরকে কাজের অগ্রগতির বিস্তারিত রিপোর্ট তৈরি রাখতে বলা হয়েছে।

পূর্ব বর্ধমান জেলা পরিষদের প্রাক্তন সভাধিপতি তথা বর্ধমান জেলা পরিষদের সদস্য দেবু টুডু বলেন, রাজ্যের মুখ্যমন্ত্রী আসছেন আগামী ২৬ তারিখ, তিনি পূর্ব বর্ধমান এবং পশ্চিম বর্ধমান মিলিয়ে সভা করবেন। জোর কদমে চলছে সভাস্থল তৈরির কাজ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2 × 1 =