নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: কোচবিহার :: শনিবার ২৩,আগস্ট :: কোচবিহারের ডোডেয়ারহাট বাজারে তৃণমূল যুবনেতা অমর ওরফে সঞ্জীব রায় খুনের ঘটনায় পুলিশের জালে আরও দুই অভিযুক্ত।
উল্লেখ্য ৯ই আগস্ট বাজারে মাংস কিনতে গিয়েছিলেন সঞ্জীব রায়। সেই সময় দুষ্কৃতীরা গুলি চালিয়ে তাঁকে খুন করে চম্পট দেয়। ঘটনায় চাঞ্চল্য ছড়ায় গোটা এলাকায়।
ঘটনার পর তদন্তে নেমে ১৭ আগস্ট শার্প শুটার বিনয় রায় (৩৫)-কে গ্রেফতার করে পুলিশ। তখনই তার কাছ থেকে খুনের ঘটনায় ব্যবহৃত অগ্নেয়াস্ত্র উদ্ধার হয়। আদালতের নির্দেশে বিনয়কে ৮ দিনের পুলিশি হেফাজতে নেওয়া হয়েছিল।
বিনয়ের জেরাতেই উঠে আসে আরও কয়েকজন অভিযুক্তের নাম। তার ভিত্তিতে বিশেষ দল গঠন করে অরুণাচল প্রদেশে অভিযান চালায় পুলিশ।
অবশেষে ২১ আগস্ট রাতে পাপুমপারে জেলার নাহারলাগুন থেকে আরও দুই অভিযুক্তকে গ্রেফতার করা হয়। ধৃতরা হল—নারায়ণ বর্মন ওরফে বিশাল (২০), তার বাড়ি মারানাদির কুঠি। কিশোর বর্মন ওরফে ভোগি (২৪), বাড়ি মারানাদির কুঠি।
দু’জনকেই শুক্রবার আদালতে পেশ করে পুলিশ এবং ১৪ দিনের হেফাজতের আবেদন জানানো হয়েছে। পুলিশ সূত্রে খবর, এই মামলায় এখনও একাধিক অভিযুক্ত পলাতক। তাঁদের গ্রেফতারের জন্য কোচবিহার, আসাম ও অরুণাচল প্রদেশে একাধিক বিশেষ দল তল্লাশি চালাচ্ছে।