নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: বর্ধমান :: রবিবার ২৪,আগস্ট :: পূর্ব বর্ধমান জেলার খণ্ডঘোষ ব্লকের কৈওর গ্রাম পঞ্চায়েত মডেল গ্রাম পঞ্চায়েত”-এর তকমা পেয়েছে। পানীয় জল, রাস্তা ও পঞ্চায়েত পরিষেবার মান উন্নত বলেই দাবি করা হয়। তবে বাস্তব চিত্র ভিন্ন বড় গোপীনাথপুর গ্রামে।
কৈওর গ্রাম পঞ্চায়েত ভবন অবস্থিত এই বড় গোপীনাথপুরেই, আর এখানকার প্রধান রাস্তা দীর্ঘদিন ধরেই বেহাল অবস্থায় পড়ে আছে। গ্রামের বাসিন্দাদের দাবি, ২০১১ সালের আগেই এই রাস্তার করুণ দশা শুরু হয়েছিল। শাসক দলের পালাবদল হলেও আজও সেই পরিস্থিতির কোনো পরিবর্তন হয়নি।
গ্রামের বাসিন্দা কমল দত্ত, বনমালী বাগ, উজ্জ্বল দত্তরা অভিযোগ করেন, পঞ্চায়েত প্রধানের নিজের গ্রামের রাস্তা যথেষ্ট ভালো হলেও বড় গোপীনাথপুরের প্রধান রাস্তা খানাখন্দে ভরা। বর্ষায় সেখানে জমে থাকা জল পরিস্থিতিকে আরও খারাপ করে তুলছে।
কি কারণে এই বেহাল রাস্তার উপরে দৃষ্টি পড়েনি স্থানীয় গ্রাম পঞ্চায়েতের? তার কারণ হিসেবে এলাকাবাসীরা জানান, আমরা শুনেছি এই গ্রামে পঞ্চায়েত নির্বাচনে বিজেপি এগিয়ে থাকার কারণে রাস্তা সংস্কারের কাজ এড়িয়ে যাওয়া হয়েছে। ফলে স্কুলগামী ছাত্রছাত্রীদের প্রতিদিন কাদা জল মেখে যাতায়াত করতে হচ্ছে।
অবশেষে, সরকারি উদ্যোগ না পেয়ে স্থানীয় বাসিন্দারাই নিজেদের উদ্যোগে রাস্তা মেরামতির কাজ শুরু করেছেন। প্রশ্ন উঠছে—যে গ্রাম পঞ্চায়েতকে ‘মডেল’ হিসেবে স্বীকৃতি দেওয়া হয়েছে, সেই পঞ্চায়েত ভবনের পাশের গ্রামেই কি করে রাস্তাঘাটের এমন করুণ চিত্র দেখা যায়? উত্তর খুঁজছেন এলাকাবাসী।