পূর্নিয়ায় বাইকে চেপে রাহুল গান্ধীর ভোটাধিকার যাত্রা

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: ব্যুরো নিউজ/পূর্নিয়া :: রবিবার ২৪,আগস্ট :: বিহারের পূর্নিয়ায় বাইকে চেপে ভোটাধিকার যাত্রায় অংশ নিলেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। শনিবার সকালেই শহরের কলেজ মোড় থেকে বাইক মিছিল শুরু হয়।

রাহুল গান্ধীর সঙ্গে বাইকে ছিলেন শতাধিক যুবক, কংগ্রেস কর্মী ও বিরোধী শিবিরের নেতারা। শহরের বিভিন্ন রাস্তা পেরিয়ে এই যাত্রা স্থানীয় মানুষের মধ্যে বিশেষ উচ্ছ্বাস সৃষ্টি করে।

স্থানীয় জনতার উদ্দেশে রাহুল গান্ধী বলেন, “আমাদের দেশের প্রতিটি নাগরিকের ভোটাধিকার রক্ষা করা আজ সবচেয়ে জরুরি কাজ। গণতন্ত্রকে শক্তিশালী করতে যুব সমাজকে সামনে আসতে হবে।”

তিনি দাবি করেন, সাধারণ মানুষের সমস্যার কথা সরাসরি শুনতে এবং তাদের সঙ্গে সংযোগ দৃঢ় করতেই এই বাইক যাত্রা।

রাজনৈতিক মহল মনে করছে, লোকসভা ভোটের আগে যুব সমাজকে আকৃষ্ট করতেই রাহুলের এই কর্মসূচি। পূর্নিয়ার মতো সীমান্তবর্তী জেলার মানুষজনের ভিড় এবং সমর্থন কংগ্রেসের জন্য বড় শক্তি হয়ে উঠতে পারে বলে মত রাজনৈতিক বিশ্লেষকদের।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

five × one =