নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: কলকাতা :: রবিবার ২৪,আগস্ট :: পশ্চিমবঙ্গের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী দাবি করেছেন যে কেন্দ্রীয় সরকারের উদ্যোগে ইতিমধ্যেই প্রায় চার লক্ষ বাংলাদেশীকে ভারতে অবৈধভাবে বসবাসের অভিযোগে ফেরত পাঠানো হয়েছে।
এক জনসভায় বক্তব্য রাখতে গিয়ে তিনি জানান, কেন্দ্র কঠোর পদক্ষেপ গ্রহণ করেছে এবং সীমান্ত নিরাপত্তা জোরদার হওয়ায় অবৈধ অনুপ্রবেশ রোধে সাফল্য এসেছে।
শুভেন্দুর মতে, “বাংলাদেশ থেকে অবৈধভাবে আসা বহু মানুষকে চিহ্নিত করে ফেরত পাঠানো হয়েছে। দেশের নিরাপত্তা ও ভোটাধিকার রক্ষার স্বার্থে এই পদক্ষেপ জরুরি ছিল।”
তিনি আরও অভিযোগ তোলেন যে, রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস রাজনৈতিক স্বার্থে দীর্ঘদিন ধরে এই ধরনের অনুপ্রবেশকারীদের আশ্রয় দিয়ে এসেছে। যদিও সরকারি সূত্রে এখনো এই দাবির সরকারি পরিসংখ্যান প্রকাশ করা হয়নি।
বিরোধী শিবির বলছে, এই পদক্ষেপ বিজেপির ভোট রাজনীতির অংশ, বাস্তবে সংখ্যাটা অতিরঞ্জিত। এই ইস্যু নিয়ে আগামী দিনে রাজ্য রাজনীতিতে নতুন বিতর্ক শুরু হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে।