নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: বেলঘরিয়া :: রবিবার ২৪,আগস্ট :: উত্তর ২৪ পরগনার বেলঘরিয়ায় নন্দননগরে মদ্যপানের প্রতিবাদ করায় রক্তাক্ত শিক্ষক l অভিযোগ কামারহাটি পুরোসভার ৩১ ওয়ার্ডে এই পাড়ার অঙ্কন শিক্ষক নিরুপম পাল ভোর বেলা আত্মীয়র বাড়ি থেকে বাইক নিয়ে বাড়ি ফিরছিলো।
তখন নন্দন নগর নেতাজী পল্লী ব্লক এ র সামনে ঝিলের ধারে পাঁচজন যুবক ও এক যুবতী বসে মদ্যপান করছিল । সেই সময় এই শিক্ষক প্রতিবাদ করে ৫/৬ জন মিলে এই শিক্ষকের উপর হামলা চালায় l পুরো মারধরের ঘটনা সিসিটিভি বন্দি হয় l শিক্ষক বেলঘরিয়া থানায় লিখিত অভিযোগ জানায় l