নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: কোলকাতা :: রবিবার ২৪,আগস্ট :: ট্র্যাফিক সচেতনতা বাড়াতে নয়া উদ্যোগ কলকাতা পুলিশের। যেখানে এক বাস তৈরি করা হয়েছে। যার ভিতরে রয়েছে সচেতনতার বার্তা। মূলত স্কুল পড়ুয়া ও যাত্রীদের সচেতন করতেই এই উদ্যোগ।
বাসের ভিতরে রয়েছে ডামি ট্রাফিক পুলিশ, সাথে সিগন্যাল, রাস্তা পারাপারের নিয়ম সহ অনেক কিছু। এর আগেও সেভ ড্রাইভ সেভ লাইফ এর মাধ্যমে ক্যাম্পেইন চালানো হতো। সেই কারণেই নতুন উদ্যোগ এই সচেতন মূলক বাসের দ্বারা আরও সচেতন করে তোলা।কলকাতার ডিসি ট্রাফিক এর পক্ষ থেকে এই নয়া উদ্যোগ গ্রহণ করা হয়েছে। যার আজ ফ্ল্যাগ হোস্টিং এর মাধ্যমে উদ্বোধন করলেন কলকাতার পুলিশ কমিশনার মনোজ বর্মা।
তিনি এ বিষয়ে জানিয়েছেন যেভাবে সাইবার ভেহিকেল বিভিন্ন সোসাইটি স্কুলে গিয়ে সেখানকার অধিবাসী এবং জনসাধারণকে সচেতন করছে ঠিক একইভাবে এই ট্রাফিক অ্যাওয়ারনেস বাস মানুষকে ট্রাফিক নিয়ম এবং অ্যাক্সিডেন্ট রুখতে সচেতন করে তুলবে।