নিম্নচাপ এবং অমাবস্যা জোড়া ফালায় উত্তাল বঙ্গোপোসাগর , চলছে প্রশাসনিক নজরদারি

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: গঙ্গাসাগর  :: রবিবার ২৪,আগস্ট ::  বঙ্গোপসাগরের উপর তৈরি হওয়া গভীর নিম্নচাপ এবং কৌশিকী অমাবস্যার জোড়া ফলায় উত্তাল বঙ্গোপসাগর।
নিম্নচাপের কারণে বেশ কয়েকদিন ধরে দক্ষিণ ২৪ পরগনার উপকূল তীরবর্তী এলাকায় চলছে বৃষ্টির ঝড়ো ইনিংস। ইতিমধ্যেই নিম্নচাপের কারণে দক্ষিণ ২৪ পরগনার মৎস্য দপ্তরের পক্ষ থেকে গভীর সমুদ্রে মাছ ধরার উপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।
মৎস্য দপ্তরের জারি করা নিষেধাজ্ঞা পাওয়ার পর গভীর সমুদ্র থেকে মৎস্যজীবীরা বন্দরে ফিরে আসছে। কৌশিকী অমাবস্যার কোটালের জেরে সমুদ্র উত্তাল হয়ে গিয়েছে, দক্ষিণ ২৪ পরগনার বকখালি, মৌশুনী দ্বীপ, সাগর সহ বিভিন্ন পর্যটন কেন্দ্র গুলিতে জারি করা হয়েছে সতর্কতা।
পর্যটকদের সমুদ্র স্নানের উপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে ব্লক প্রশাসনের পক্ষ থেকে চলছে মাইকিং এর মাধ্যমে পর্যটকদের সতর্ক করার কাজ ।
এ বিষয়ে দক্ষিণ চব্বিশ পরগনা জেলা পরিষদের সদস্য এবং গঙ্গাসাগর বকখালি ব্লক ডেভেলপমেন্ট অথরিটি ভাইস চেয়ারম্যান সন্দীপ কুমার পাত্র বলেন, আলিপুর আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে নিম্নচাপে সতর্কবার্তা জারি করা হয়েছে ।
কৌশিকী অমাবস্যার কোটালের জোড়া ফলার কারণে ইতিমধ্যে উত্তাল হয়ে গিয়েছে উপকূল তীরবর্তী এলাকার নদ নদী। গঙ্গাসাগর ব্লক প্রশাসনের পক্ষ থেকে পর্যটকদের এবং পুণ্যার্থীদের সমুদ্র স্নানের উপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। ব্লক প্রশাসনের পক্ষ থেকে পরিস্থিতির উপর নজর রাখা হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

one + seventeen =