নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: কলকাতা :: রবিবার ২৪,আগস্ট :: কসবা এলাকায় আলোড়ন ফেলে দেওয়া ধর্ষণ মামলায় মাত্র ৫৮ দিনের মধ্যেই চার্জশিট পেশ করল পুলিশ। ঘটনাটি প্রকাশ্যে আসার পর থেকেই দ্রুত তদন্তে নামে তদন্তকারী দল। অভিযুক্তদের বিরুদ্ধে বিভিন্ন প্রমাণ সংগ্রহ করে পুলিশ এদিন আদালতে চার্জশিট জমা দেয়।
আইনজ্ঞ মহলের মতে, এত দ্রুত সময়ে চার্জশিট দাখিল হওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ পদক্ষেপ। এতে বিচার প্রক্রিয়া দ্রুত এগিয়ে যাওয়ার সম্ভাবনা তৈরি হবে। ঘটনার পর এলাকায় ব্যাপক ক্ষোভ সৃষ্টি হয়েছিল। ভুক্তভোগী ও তার পরিবারের পক্ষ থেকেও দ্রুত বিচার প্রক্রিয়া শুরুর দাবি জানানো হয়েছিল।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, চার্জশিটে একাধিক সাক্ষীর বয়ান, ফরেন্সিক রিপোর্ট ও ঘটনাস্থলের প্রমাণ যুক্ত করা হয়েছে। এখন আদালতের নির্দেশ অনুযায়ী বিচার প্রক্রিয়া শুরু হবে।