ম্যাজিস্ট্রেট (বিডিও দিনহাটা–II)-এর উপস্থিতিতে তল্লাশি চালিয়ে মোটরসাইকেল থেকে ২১.৫ কেজি গাঁজা উদ্ধার করা হয়।

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: দিনহাটা :: রবিবার ২৪,আগস্ট :: আজ বিশেষ নাকা চেকিং চলাকালীন একটি মোটরসাইকেল আটক করা হয়, যাতে একটি বস্তা বোঝাই অবস্থায় সন্দেহজনক সামগ্রী পাওয়া যায়। চালক তপস রায়, পিতা বাদল রায়, গ্রাম রাখালামারি, থানা সাহেবগঞ্জ, জেলা কোচবিহারকে ঘটনাস্থলেই আটক করা হয়।

পরবর্তীতে স্বাধীন সাক্ষী ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট (বিডিও দিনহাটা–II)-এর উপস্থিতিতে তল্লাশি চালিয়ে মোটরসাইকেল থেকে ২১.৫ কেজি গাঁজা উদ্ধার করা হয়। সমগ্র উদ্ধার প্রক্রিয়া ভিডিওগ্রাফি করা হয়েছে।

গ্রেফতার হওয়া ব্যক্তির বিরুদ্ধে NDPS আইনের প্রাসঙ্গিক ধারায় মামলা রুজু করা হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

seventeen − 16 =