নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: কৃষ্ণনগর :: সোমবার ২৫,আগস্ট :: নদিয়া জেলার কৃষ্ণনগরে চাঞ্চল্যকর হত্যাকাণ্ড। সোমবার এক যুবক তার প্রেমিকাকে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে গুলি করে খুন করেছে বলে অভিযোগ।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সোমবার দুপুরে ঘটনাটি ঘটেছে কৃষ্ণনগরের মানিকপাড়া এলাকায়। নিহত ছাত্রীর নাম ঈশিতা মল্লিক। খুনের নেপথ্যে কোন কারণ? তা নিয়ে শুরু হয়েছে জল্পনা।
প্রতিকী চিত্র
দুপুরে একটি শব্দ পেয়ে ঈশিতার মা মেয়ের ঘরের দিকে ছুটে যান। দেখেন, এক তরুণ আগ্নেয়াস্ত্র হাতে নিয়ে ঘর থেকে ছুটে বেরিয়ে যাচ্ছে। এরপরেই ঘরে গিয়ে তিনি দেখতে পান মেয়ে রক্তাক্ত অবস্থায় পড়ে রয়েছে।
তড়িঘড়ি মেয়েকে নিয়ে শক্তিনগর জেলা হাসপাতালে ছুটে যান তিনি। সেখানে কর্তব্যরত চিকিৎসকেরা ঈশিতাকে মৃত বলে ঘোষণা করেন।
পুলিশের প্রাথমিক তদন্তে জানা গেছে, সম্পর্ক ভেঙে যাওয়ার পর থেকেই অভিযুক্ত প্রেমিক মানসিকভাবে অস্থির ছিল। সেই রাগের জেরে সে হঠাৎই প্রেমিকার বাড়িতে গিয়ে আগ্নেয়াস্ত্র থেকে গুলি চালায়। ঘটনাস্থলেই মৃত্যু হয় ওই তরুণীর।
খবর পেয়ে কৃষ্ণনগর থানার পুলিশ দেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়েছে। অভিযুক্ত প্রেমিক পলাতক। তাকে খুঁজে বের করতে জোরদার তল্লাশি শুরু হয়েছে। এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে।