সজল দাশগুপ্ত :: সংবাদ প্রবাহ :: শিলিগুড়ি :: সোমবার ২৫,আগস্ট :: শিলিগুড়ির গনেশ পূজা ওয়েলফেয়ার সোসাইটির পুজো এবারে ১৯ তম বর্ষে পদার্পণ করবে। জোর কদমে চলছে প্যান্ডেল প্রস্তুতির কাজ। এই পূজা শিলিগুড়ি শহরের সব থেকে পুরনো গণেশ পূজো।
আগামীকাল এ পুজোর উদ্বোধন। সংশ্লিষ্ট পুজো কমিটির তরফ থেকে জানানো হয়েছে কেদারনাথ মন্দিরের আদলে তৈরি হচ্ছে এবারে তাদের পুজো মন্ডপ। গণেশ পূজো কে কেন্দ্র করে পুজোর দিনগুলি বিভিন্ন সামাজিক অনুষ্ঠান ও বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হবে প্রত্যেকবারের মতো এবারেও।