জয়সলমীরে মিলল কোটি বছরের পুরনো ডাইনোসরের ফসিল

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: ব্যুরো নিউজ :: সোমবার ২৫,আগস্ট :: রাজস্থানের মরুভূমি শহর জয়সলমীর আবারও প্রমাণ করল তার লুকানো ইতিহাস। সম্প্রতি ভূতত্ত্ববিদ ও গবেষকরা এখানে ডাইনোসরের জীবাশ্ম (ফসিল) আবিষ্কার করেছেন, যা প্রায় ৯ কোটি বছর আগেকার ক্রিটেশিয়াস যুগের বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

গবেষকদের মতে, পাওয়া যাওয়া জীবাশ্ম সম্ভবত এক ধরনের শাকাহারী ডাইনোসর – সোরোপড (Sauropod)-এর। বিশাল আকৃতির এই প্রজাতি লম্বা গলা ও লেজের জন্য পরিচিত ছিল।জয়সলমীর ভূতাত্ত্বিকভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ অঞ্চল। এর আগে এখান থেকে সামুদ্রিক প্রাণীর ফসিল পাওয়া গিয়েছিল। এবারের আবিষ্কার জানাচ্ছে, একসময় এই মরুভূমি অঞ্চল ছিল সবুজ ভূমি, যেখানে ডাইনোসর ও নানা প্রাণী বিচরণ করত।

বিশেষজ্ঞরা জানিয়েছেন, ফসিলগুলো পরীক্ষাগারে পাঠানো হবে। উন্নত প্রযুক্তির মাধ্যমে এর সঠিক বয়স, প্রজাতি ও পরিবেশগত তথ্য নির্ধারণ করা হবে। গবেষক মহলে এই আবিষ্কারকে ভারতের প্রাগৈতিহাসিক ইতিহাসে এক বড় মাইলফলক হিসেবে দেখা হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

twelve + 11 =